ঝালকাঠি সংবাদদাতা ॥ জেলার রাজাপুরে একজন হাজী সৌদি আরবের মক্কায় মৃত্যু হয়েছে। তার নাম মোশাররফ হোসেন মৃধা (৭০)। সে রাজাপুর মেডিকেল মোড়ের বাসিন্দা। রবিবার বাংলাদেশ সময় দুপুর দেড়টায় মক্কা হাজিদের শিবিরে মৃত্যু হয়েছে বলে তার পারিবারিক সূত্র সাংবাদিকদের নিশ্চিত করেছেন। গত তিনদিন ধরে তিনি প্রচন্ড জ্বর ও ডায়াবেটিকস রোগে ভুগছিলেন। তিনি মৃত্যুর আগে স্ত্রী, ২ ছেলে ও ৩ মেয়ে রেখে গেছেন। আগামী ৬ নভেম্বর তার বাংলাদেশে ফেরার কথা ছিল।
মৃত হাজির বড় ছেলে শাহজাহান মৃধা জানান, সৌদি কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে যে, বিভিন্ন আনুষ্ঠানিকতা শেষে লাশ দেশে ফিরিয়ে আনতে কমপক্ষে ২-৩ মাস সময় লাগবে। তাছাড়া তিনি মৃত্যুর আগে তার সহযাত্রীদের সাথে মারা গেলে সৌদির পবিত্র ভূমিতে চিরশায়িত হওয়ার ইচ্ছা পোষন করায় তাকে সৌদি আরবেই দাফনের ব্যবস্থা করা হবে বলে তিনি সাংবাদিকদের জানান।
এদিকে রাজাপুর উপজেলার আংগারিয়া গ্রামের সৌদি আরবে স্ব-পরিবারে বসবাসরত কাজী নজরুল ইসলাম ফিরোজ এ প্রতিনিধিকে জানান, দেশে ফেরার সব প্রস্তুতই তার শেষ। দেশে যাওয়ার ২ দিন আগে সে মারা গেল। তার স্বজনদের জন্য পাঞ্জাবী ও টুপি কিনেছিলেন।