গৌরনদীতে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃত্তি প্রদান

নিজস্ব সংবাদদাতা ॥ গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন কিন্ডার গার্ডেন স্কুলের মেধাবী শিক্ষার্থীদের বৃহস্পতিবার বিকেলে সংবর্ধনা, বৃত্তির নগদ টাকা ও সনদপত্র প্রদান করা হয়েছে।

বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশন কর্তৃক গ্রহীত ২০১১ সনের বৃত্তি পরীক্ষায় আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুল কেন্দ্রে গৌরনদী ও আগৈলঝাড়ার বিভিন্ন কিন্ডার গার্ডেন স্কুলের বৃত্তি প্রাপ্ত শিক্ষাথীদের সংবর্ধনা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের বরিশাল বিভাগীয় সভাপতি অধ্যক্ষ মাকসুদা হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ কিন্ডার গার্ডেন এসোসিয়েশনের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল হোসেন মিয়া, এসোসিয়েশনের মহাসচিব এসকেন্দার আলী হাওলাদার, সাহিত্য ও সাস্কৃতিক সচিব খোন্দকার রেহান উদ্দিন, তথ্য সচিব আবুল কালাম আজাদ, শিক্ষা সচিব প্রফেসর বদরুল ইসলাম, সহকারী দপ্তর সচিব জাকির হোসেন, বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মোঃ গিয়াস উদ্দিন মিয়া, গাউছিয়া আবেদীয়া সুন্নীয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ এইচ.এম আব্দুল রব, আনোয়ারা প্রি-ক্যাডেট স্কুলের রেকটর প্রানতোষ কুমার দাস। বক্তব্য রাখেন হিজরুল আযরার হেমায়েত, অরুন ভট্টাচার্য্য প্রমুখ। শেষে ৩৪ জন মেধাবী শিক্ষার্থীকে ২১ হাজার ৬’শ টাকার নগদ বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়।