টরকী বন্দরের ব্যবসায়ীক প্রতিষ্ঠান দখল ॥ আহত-২

নিজস্ব সংবাদদাতা ॥ জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে রবিবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের আল-আমিন লাইব্রেরী এন্ড হোমিও হল দখলের অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রতিপক্ষের হামলায় দোকান মালিক ডাঃ জাহাঙ্গীর হোসেন ও তার স্ত্রী তাছলিমা বেগম আহত হয়েছেন।

জানা গেছে, উপজেলার সুন্দরদী গ্রামের প্রফুল্ল¬ চন্দ্রের কাছ থেকে ওই বন্দরের ব্যবসায়ী ডাঃ মোঃ জাহাঙ্গীর হোসেন বন্দরের সদর রোড সংলগ্ন সাড়ে ১০ শতক জমি ক্রয় করেন। ক্রয়কৃত জমির সামনের অংশে একটি দোকান ঘর ও পেছনে বাড়ি নির্মাণ করে গত ৩০ বছর যাবত তিনি ভোগ দখল করে আসছিলেন। ডাঃ জাহাঙ্গীর হোসেন অভিযোগ করেন, উপজেলার কসবা গ্রামের প্রভাবশালী আক্কাস তালুকদার ওই জমির মালিকানা দাবি করে সম্প্রতি দোকান ঘরটি দখলের পায়তারা করেন। রবিবার রাত সাড়ে আটটার দিকে আক্কাস তালুকদার তার ২০/২৫ জন সহযোগীদের নিয়ে আল- আমিন লাইব্রেরী এন্ড হোমিও হলে হামলা চালিয়ে বন্ধ দোকান ঘরের শার্টারের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে নগদ সাড়ে ৪ লক্ষ টাকাসহ ৯ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়। একই সময় তারা দোকান ঘরটি দখল করে দোকানে জননী ক্লোথ স্টোর নামে একটি সাইন বোর্ড ঝুলিয়ে দেয়। খবর পেয়ে দোকান মালিক জাহাঙ্গীর হোসেন ঘটনাস্থলে পৌঁছে দখলকারীদের বাঁধা দিলে তারা হামলা চালিয়ে জাহাঙ্গীর হোসেনকে রক্তাক্ত জখম করে। এ সময় তার স্ত্রী তাছলিমা বেগম এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।