সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

নিজস্ব সংবাদদাতা ॥ কালকিনি পৌর আওয়ামীলীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন দুলালের অনিয়ম, দূর্নীতি ও তার ক্যাডারদের সন্ত্রাসী কর্মকান্ডের সংবাদ দৈনিক প্রথম আলো পত্রিকায় প্রকাশের জের ধরে প্রথম আলোর কালকিনি প্রতিনিধি খায়রুল আলমের উপর সন্ত্রাসীরা হামলা চালায়।  হামলার প্রতিবাদ ও হামলাকারীদের গ্রেপ্তারসহ দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবিতে মঙ্গলবার ঢাকা বরিশাল মহাসড়কে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে গৌরনদী বন্ধসভা।

ঢাকা বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্টান্ডে সকাল ১০টা থেকে ১১ পর্যন্ত মানববন্ধন শেষে গৌরনদী প্রেসক্লাব চত্বরে গৌরনদী প্রথম আলো বন্ধুসভার সভাপতি বেলাল হোসেনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচীর প্রতি সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি, প্রথম আলোর গৌরনদী প্রতিনিধি জহুরুল ইসলাম জহির, প্রেসক্লাবের সহসভাপতি এইচএম নাসির উদ্দিন, সাবেক সভাপতি ও কালের কন্ঠের প্রতিনিধি মোঃ গিয়াস উদ্দিন মিয়া, সাবেক সভাপতি ও সমকালের প্রতিনিধি খোন্দকার মনিরুজ্জামান মনির, সাবেক সভাপতি ও যুগান্তরের প্রতিনিধি মোঃ আসাদুজ্ঝামার রিপন, অনলাইন দৈনিক গৌরনদী২৪ডটকমের নির্বাহী সম্পাদক মোঃ আনিচুর রহমান,  স্থানীয় সাপ্তাহিত আলোকিত সময়ের প্রকাশক তৌহিদী মাহমুদ তুহীন, বার্তা সম্পাদক মনীষ চন্দ্র বিশ্বাস, প্রচার সম্পাদক এম আলম, দৈনিক দেশ জনপথ প্রতিনিধি বিশ্বজিৎ সরকার বিপ¬ব, দৈনিক সত্য সংবাদের প্রতিনিধি বদরুজ্জামান খান সবুজ,  দৈনিক দক্ষিনাঞ্চলের প্রতিনিধি সৈয়দ নকিবুল হক, দৈনিক ভোরের অঙ্গীকারের প্রতিনিধি মোঃ খায়রুল ইসলাম, দৈনিক পরিবর্তনের প্রতিনিধি কাজী মুরাদ, দৈনিক ভোরের আলো প্রতিনিধি মোনাসেফ মামুন, আজকালের প্রতিনিধি মোহাম্মদ আলী বাবু, ফটো সাংবাদিক নাসির উদ্দিন সৈকত, বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন স্পীড ট্রাষ্টে প্রোগ্রাম অফিসার সাকিল ফেরদৌস, জাতীয় মানবাধিকার ইউনিটের গৌরনদী সভাপতি আমিন মোল্লা, সম্পাদক মোঃ মামুন মিয়া, গৌরনদী বন্ধুসভার সহসভাপতি ঝর্না দাস লাবনী, চায়না দেবনাধ, সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক মাষ্টার হুমায়ুন কবীর, মোকলেচুর রহমান প্রমূখ। বক্তরা খায়রুলের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার ও দৃষ্ঠান্তমূলক শাস্তির দাবি জানান।

সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে গৌরনদীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ