বঙ্গবন্ধু ও শেখ হাসিনার ছবি খুলে ফেলার অভিযোগে বরিশালে যুবককে আটক

বরিশাল সংবাদদাতা ॥ বরিশালে বিদ্যুৎ অফিস থেকে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি খুলে ফেলার অভিযোগে শামিম নামে এক যুবককে আটক করেছে কোতোয়ালী পুলিশ। রবিবার রাতে নগরীর আমানতগঞ্জ এলাকায় ওজোপাডিকো বিদ্যুৎ বিক্রয় ও বিতরন কেন্দ্র-২ এর অভিযোগ কেন্দ্রে এ ঘটনা ঘটে। ঐ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম এ তথ্যের সত্যতা স্বীকার করে জানিয়েছেন, এ ঘটনায় থানায় সাধারন ডায়রী দায়ের করা হয়েছে।

ওজোপাডিকো বিদ্যুৎ বিক্রয় ও বিতরন কেন্দ্র-২ এর অভিযোগ গ্রহনকারী মজিবুর রহমান জানান, রবিবার রাতে স্থানীয় বাসিন্দা শামিম অভিযোগ কেন্দ্রে ঢুকে দেয়ালে লাগানো বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি খুলে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। এসময় উপস্থিত কর্মচারীরা বাধাঁ দিলে ছবি ফেলে সটকে পড়ে। কিছুক্ষন পরে শামীম তার সহযোগীদের নিয়ে এসে হৈচৈ করে চলে যায়। এর আগে দুপুরে বিক্রয় ও বিতরন কেন্দ্রে এসে বিদ্যুতের নতুন সংযোগ দেয়ার জন্য সেখানকার এক কর্মকর্তার সঙ্গে অসৌজন্যমূলক আচারন করে শামীম। হয়তোবা ঐ ঘটনার জেরে রাতে এসে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ছিনিয়ে নিয়ে বিশৃংখলা সৃষ্টি করতে চেয়েছিল।

ওজোপাডিকো বিদ্যুৎ বিক্রয় ও বিতরন কেন্দ্র-২ এর নির্বাহী প্রকৌশলী তারিকুল ইসলাম জানান গতকাল সোমবার স্থানীয়রা শামিমকে ধরে পুলিশে সোপর্দ করেছে। ঘটনাস্থল পুলিশের একটি টিম পরিদর্শন করেছে। এ ঘটনায় কোতোয়ালী থানায় একটি সাধারন ডায়েরী দায়ের করা হয়েছে।
কোতয়ালী থানার ওসি শাহেদুজ্জামান জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বিভিন্ন স্থানে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ভাংচুর করে নাটক সাজিয়ে নিরহ লোককে ফাসানোর তথ্য রয়েছে তাদের কাছে।