সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে সাত জেলা ও উপজেলার সাংবাদিকদের মানববন্ধন

স্টাফ রিপোর্টার ॥ মাদারীপুরের কালকিনি উপজেলা প্রথম আলো প্রতিনিধি খায়রুল আলমসহ অন্যান্য সাংবাদিকদের ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার ও বিচারের দাবিতে বুধবার সকালে কালকিনি প্রেসক্লাবের উদ্যোগে কার্যালয়ের সামনে সাত জেলা ও উপজেলার সাংবাদিকদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

কালকিনি প্রেসক্লাবের আয়োজনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংহতি প্রকাশ করেন বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, মুলাদী, মাদারীপুরের শিবচর, রাজৈর ও মাদারীপুর জেলার প্রেসক্লাব ও রিপোটার্স ইউনিটির নেতৃবৃন্দরা। বেলা সাড়ে এগারটায় উপজেলার প্রধান সড়কে মানববন্ধন শেষে কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলামের সভাপতিতে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে হামলাকারীদের গ্রেফতার পূর্বক দৃষ্টান্ত মুলকশাস্তি ও হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন গৌরনদীর প্রেসক্লাবের সভাপতি মোঃ জামাল উদ্দিন, সাবেক সভাপতি খোন্দকার মনিরুজ্জামান, আসাদুজ্জামান রিপন, আগৈলঝাড়া প্রেসক্লাব সহসভাপতি সাইফুল ইসলাম, সাংবাদিক তপন বসু, ওমর আলী সানি, মুলাদীর গফুর মোল্লা, মাদারীপুর জেলা উদীচীর সাধারণ সম্পাদক ও মানবাধিকার কর্মী রতন কুমার দাস প্রমুখ, মাদারীপুরের প্রথম আলো প্রতিনিধি জহিরুল ইসলাম খান, কালকিনির সাংবাদিক মিজানুর রহমান, কালকিনি উপজেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কবির হোসেন প্রমুখ।