Menu Close

গৌরনদীতে চোরের অপবাদে যুবককে অমানুষিক নির্যাতন

নিজস্ব সংবাদদাতা ॥ চোর অপবাদ দিয়ে বরিশালের গৌরনদী উপজেলার সিংগা গ্রামের যুবক মামুনুর রশিদ জুয়েলকে (২২) অমানুষিক নির্যাতন করেছে একটি প্রভাবশালী মহল।

প্রত্যক্ষদর্শী, এলাকাবাসী ও নির্যাতিত পরিবার সূত্রে জানা গেছে, উপজেলার চন্দ্রহার বাজারের ব্যবসায়ী সরোয়ার হোসেনের মুদি দোকানে সোমবার গভীর রাতে চুরি সংঘটিত হয়। নিযাতিত যুবক মামুনুর রশিদ জুয়েল জানায়, ওই চুরির অপবাদ দিয়ে ব্যবসায়ীর আত্মীয় হারুন প্যাদা, ফারুক প্যাদা, মোক্তার মোল্লার নেতৃত্বে ৮/১০ জনে তাকে বুধবার রাত সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে ধরে নিয়ে যায়। পরবর্তীতে তারা শাহজিরা গ্রামের হারুন প্যাদার নির্জন বাগানে নিয়ে জুয়েলের পুরুষাঙ্গে সিগারেটের আগুন দিয়ে একাধিক ছ্যাঁকা ও প্লাস দিয়ে হাত পায়ের আঙ্গুল থেঁতলে দিয়ে অমানুষিক নির্যাতন করে বাগানে ফেলে রাখে। জুয়েলের আত্মীয় সানাউল হক জানান, নির্যাতনের সময় জুয়েলের ডাকচিৎকারে এলাকাবাসিসহ তারা এগিয়ে আসলেও হামলাকারীদের বাঁধার কারনে কেউ সামনে যেতে পারেনি। মুমূর্ষ অবস্থায় জুয়েলকে উদ্ধার করে এলাকাবাসী রাত ১২টার দিকে গৌরনদী হাসপাতালে ভর্তি করে। গৌরনদী থানার ওসি আবুল কালাম বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।