নিজস্ব সংবাদদাতা ॥ জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে হুমায়ুন হোসেন খান (৪৫) নামের এক অবসরপ্রাপ্ত পুলিশ সদস্যের হাত ও পায়ের রগ কেটে দিয়েছে প্রতিপক্ষের লোকজনে। ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে রাজাপুর উপজেলার সাতুরিয়া ইউনিয়নের কাজীবাড়ির সম্মুখে। স্থানীয়রা মুর্মুর্ষ অবস্থায় প্রথমে তাকে স্থানীয় রাজাপুর হাসপাতালে ও আশংকজনক অবস্থায় বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
জানা গেছে, ঝালকাঠির রাজাপুরের সাতুরিয়া গ্রামের মৃত আব্দুস ছাত্তারের পুত্র ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য হুমায়ুন হোসেন খানের সাথে জমিজমা নিয়ে দীর্ঘদিন থেকে একই গ্রামের ফিরোজ কাজী গংদের সাথে বিরোধ চলে আসছিলো।