আগৈলঝাড়া সংবাদদাতা ॥ আগৈলঝাড়ায় ছাত্রীকে যৌণ হয়রানির প্রতিবাদ করায় বখাটেদের কয়েক দফা হামলায় গুরুতর আহত হয়েছেন এক স্কুল ছাত্রীর চাচা।
জানা গেছে, উপজেলার পয়সা মাধ্যমিক বিদ্যালয়ের জেএসসি পরীক্ষার্থী সাদিয়া খানমকে দীর্ঘদিন ধরে স্থানীয় আওয়ামীলীগ নেতা জয়নাল আবেদীনের পুত্র জাকারিয়া ও তার সহযোগীরা বিভিন্ন ধরনের যৌণ হয়রানি করে আসছিলো। সাদিয়া বিষয়টি তার পরিবারকে জানায়। সম্প্রতি সাদিয়ার চাচা জেএসসি পরীক্ষার্থী মোক্তারকে জানালে সে জাকারিয়াকে বিষয়টি জিজ্ঞাসা করে। এতে জাকারিয়া ক্ষিপ্ত হয়ে মোক্তারকে বেধম মারধর করে আহত করে। বিষয়টি মোক্তার স্কুলের শিক্ষকদের জানায়। শিক্ষকদের জানানোর অপরাধে বৃহস্পতিবার পরীক্ষা শেষে মোক্তার বাড়ি ফেরার পথে জাকারিয়া পুনরায় তার বন্ধুদের নিয়ে হামলা চালিয়ে মোক্তারকে আহত করে।