নিজস্ব সংবাদদাতা ॥ ইঁদুর মারার ফাঁদে পরে বিদ্যুতপৃষ্ঠ হয়ে এক দিনমজুরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকালে মৃত খালেক হাওলাদারের (৪৫) লাশ উদ্ধার করা হয়। ঘটনাটি ঘটেছে বরিশালের আগৈলঝাড়া উপজেলার মোল্লাপাড়া গ্রামে।
আগৈলঝাড়া থানার ওসি মোঃ সাজ্জাদ হোসেন জানান, ওই গ্রামের কৃষক আফছের আলী হাওলাদার তার জমিতে ইঁদুর নিধনের জন্য বৃহস্পতিবার বিকেলে বিদ্যুতায়িত করে রাখে। একই বাড়ির দিনমজুর খালেক হাওলাদার ওই জমির পাশ দিয়ে ফেরার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। রাতভর খালেক হাওলাদারকে খোঁজাখুজি করেও তার কোন সন্ধ্যান মেলেনি। গতকাল শুক্রবার সকালে ইদুঁর মারার ফাঁদে জড়ানো তার লাশ উদ্ধার করা হয়। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছেন। আগৈলঝাড়া পল্লী বিদ্যুৎ অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার রংগলাল কর্মকার জানান, এ ঘটনায় বিদ্যুৎ আইনে গ্রাহক আফছেরের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে। আফছের ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে।