ঝালকাঠি সংবাদদাতা ॥ দীর্ঘদিন পর ঝালকাঠি জেলা জাতীয় পার্টি তৃনমূল প্রতিনিধি সভার মাধ্যমে উজ্জ্বিবীত হচ্ছে নেতাকর্মীরা। শনিবার দিনব্যাপী এক সভায় এরকমই মন্তব্য পাওয়া গেছে নেতাকর্মীদের কাছ থেকে। এক সময়কার এরশাদের নেতৃত্বাধীন জাপার দূর্গখ্যাত ঝালকাঠি-২ আসনটি জুলফিকার আলী ভূট্টো মৃত্যুর পর ধব্বস নামে নেতৃত্বে। মৃত্যুর পর কথা থাকলেও ভূট্টোর স্ত্রী স্বামীর দল বাদ দিয়ে বিএনপিতে যোগ দিলে ভাটা পড়ে জাপার ভোট ব্যাংকে। হারিয়ে যেতে বসে নেতাকর্মীদের আগ্রহ-উদ্দিপনা। আর সেই ইমেজকে এবার কাজে লাগাতে চাচ্ছে জাপা নেতৃবৃন্দ। তৃনমূল সভায় নেতৃবৃন্দ তুলে ধরলেন এরশাদের ৯ বছরের সফল কর্মকান্ড। কৃষক, জেলে, তাঁতী, কামার, কুমার আর গরীবের দল খ্যাত এরশাদের জাপা আগামী নির্বাচনে ৩শ আসনে স্বতন্ত্র লড়ার ঘোষনাকে কাজে লাড়াতে চাচ্ছে স্থানীয় জাপা।
গতকাল শনিবার ডেমোক্রেসী ইন্টারন্যাশনাল আয়োজিত জাপা প্রতিনিধি সভায় এ মন্তব্য ফুটে উঠেছে। জেলা জাতীয় পার্টির সভাপতি প্রবীন আইনজীবি আলহাজ্ব এ্যাড. সিদ্দিকুর রহমান এতে সভাপতিত্ব করেন। প্রধান বক্তা ছিলেন জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-২’র প্রার্থী অধ্যাপক রাজা রফিকুল ইসলাম। ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল প্রধান রাজনৈতিক দলগুলের জন্য জেলা পর্যায়ে সম্মেলনের সহযোগীতা করে।
তৃনমূল এ সভায় বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এ্যাড. ইউসুফ আলী খান, সিনিয়র সহ-সভাপতি এ্যাড. আনিচ উদ্দীন সিকদার, সাংগঠনিক সম্পাদক সৈয়দ আলী হোসেন নান্নু, সদর উপজেলা সভাপতি সোয়েবুর মোর্শেদ সোহেল, দপ্তর সম্পাদক সৈয়দ আবু শহিদ, আ. ছালাম, ছাত্র সমাজ জেলা আহবায়ক আব্দুর রাজ্জাক, এসএম রেজাউল করিম, জুয়েল আহমেদ, টিপু সুলতান, আ. জলিল গাজি, সুলতান আকন, এনায়েত হোসেন মিনু, এ্যাড. নারগিস আক্তার বানু, মোস্তাক আহেম্মদ মোস্তাক, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আঞ্চিলিক প্রতিনিধি দিপু হাফিজুর রহমান প্রমুখ।
প্রধান বক্তার বক্তব্যে রাজা রফিকুল ইসলাম বলেন, সাবেক রাষ্ট্রপতি জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ আগামী নির্বাচনে জাতীয় পার্টি এককভাবে নির্বাচন করার যে ঘোষনা দিয়েছেন এ থেকে বেরিয়ে আসার কোন সুযোগ নেই। এটা তৃনমূল নেতাকর্মিদেরও দাবী। দুই নেত্রীর শোষনে জাতি আজ অসুস্থ হয়ে পড়েছে। আগামী নির্বাচনে জাতীয় পার্টি সমর্থিত প্রার্থীকে লাঙ্গল মার্কার পক্ষে কাজ করার আহবান জানান।