আগৈলঝাড়া সংবাদদাতা ॥ সোমবার বরিশালে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার জনসভা সফল করতে বরিশালের আগৈলঝাড়া ও গৌরনদীতে বিএনপি কেন্দ্রীয় নেতা আকন কুদ্দুসুর রহমান এবং ইঞ্জিনিয়ার সোবাহান জনসভা সফল করার প্রচার-প্রচারণায় এগিয়ে রয়েছেন। ইতোমধ্যে বরিশালের সীমান্ত ভুরঘাটা থেকে শুরু করে মহাসড়কের দু’পাশে চেয়ারপর্সনের পাশাপাশি নেতাদের নিজেদের ছবি সম্বলিত তোরণ, ব্যানার, ফেস্টুন টানানো হয়েছে। এছাড়া বিএনপি নেতা লোকমান হোসেন খান, ইঞ্জিনিয়ার শাহ আলমসহ মাঝারী গোছের নেতারাও তাদের ছবি সম্বলিত পোস্টার মহাসড়কসহ এ দু’উপজেলার বিভিন্নস্থানে টানিয়েছেন।