উৎকোচের অভিযোগের উজিরপুর থানার ওসি’র বিরুদ্ধে মামলা

অস্বীকার করায় সফিজদ্দিনকে থানায় আটকিয়ে শারীরিক ভাবে নির্যাতন করা হয়। এ সময় তার পকেটে থাকা নগদ ১৮ হাজার টাকা নিয়ে যায়। পরবর্তীতে ওই মামলায় সফিজদ্দিনের ভাই করিম হাওরাদার ও পুত্র সোহেব হাওলাদারকে গ্রেফতার করে। গত বুধবার (২৩ জুন) সোয়েব হাওলাদার বাদি হয়ে বরিশাল জেলা দায়রা জজ আদালতে মামলা দায়ের করেন। বিচারক আব্দুল সালাম সিকদার মামলাটি ২০০৭ সালের দুর্নীতি দমন কমিশনের ১৩ (৩) ধারা অনুযায়ী ব্যবস্থা গ্রহনের জন্য দুর্নীতি দমন কমিশন ঢাকা বরাবরে করে।
গতকাল বৃহস্পতিবার মামলা প্রসঙ্গে ওসি এম.এ আজিজকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, (আজ বৃহস্পতিবার) মামলার বিষয়টি শুনেছি। মামলার উল্লেখিত ঘটনা সর্ম্পকে আমি অবহিত নই। একটি মহল বাদিকে প্রভাবিত করে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র মুলক মামলা দায়ের করেছে।