নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী প্রেসক্লাবের বার্ষিক সাধারন সভা ও নির্বাচন গতকাল সোমবার প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি মোঃ জামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত বার্ষিক সাধারন সভায় বিদায়ী সম্পাদক মোঃ আহছান উল্লাহ বিদায়ী বছরের বার্ষিক রিপোর্ট পেশ করেন। শেষে ২০১৩ সনের কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে বিনাপ্রতিদ্বন্ধীতায় খোন্দকার মনিরুজ্জামান মনির (সমকাল)-সভাপতি, এইচ.এম নাসিরউদ্দিন (সংগ্রাম)-সহসভাপতি, মোঃ হানিফ সরদার (নয়াদিগন্ত)-সম্পাদক, এম.আলম (মানবজমিন)-কোষাধ্যক্ষ, নারগিস সুলতানা (বঙ্গজননী)-দপ্তর সম্পাদক, উত্তম দাস (জনতা)-প্রচার সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যাপক মুহাম্মদ মহিউদ্দিন।