বরিশাল থেকে মালয়েশিয়া যাচ্ছেন ৬১১ জন

নিজস্ব সংবাদদাতা ॥ জি টু জি পদ্ধতিতে সহজ শর্তে স্বল্প খরচে বরিশাল থেকে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাচ্ছেন ৬’শ ১১ জন। গতকাল বুধবার বিকেলে জেলা প্রশাসক মোঃ শহীদুল আলম লটারীর এ ফলাফল ঘোষনা করেন।

অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ ওয়াহিদুজ্জামান জানান, জেলার ৯টি উপজেলার ৮৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৭৭টি ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রে ৫০ টাকার বিনিময়ে মালয়েশিয়া যাওয়ার জন্য নিবন্ধন করেছিলেন ১৮ হাজার ৫৪০ জন প্রার্থী। এরমধ্যে লটারীর মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার সুযোগ পাচ্ছেন ৬’শ ১১ জন প্রার্থী।