Menu Close

বরিশালে নৌকায় বসবাসরত বেঁদে পল্লীর গৃহবধূকে ধর্ষণ

নিজস্ব সংবাদদাতা ॥ দিল্লীতে চলন্তবাসে ছাত্রীকে ধর্ষণের রেস কাটতে না কাটতেই এবার বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার ভাষানচর লঞ্চঘাট সংলগ্ন নদীতে নৌকায় বসবাসরত বেঁদে পল্লীর এক গৃহবধূকে ধর্ষণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ধর্ষিতা গৃহবধূ বাদি হয়ে দু’জনকে আসামি করে বরিশাল নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুন্যালে মামলা দায়ের করেছেন। গতকাল মঙ্গলবার মেহেন্দীগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি (ভারপ্রাপ্ত) এস.আই অসীম কুমার সিকদার আদালতে মামলা দায়েরের কপি হাতে পেয়েছেন বলে স্বীকার করেছেন।

সোমবার বরিশাল আদালতে মামলাটি দায়ের করার পর বিচারক মুজিবুর রহমান মেহেন্দিগঞ্জ থানার ওসিকে ধর্ষিতার ধর্ষণ সংক্রান্ত মেডিকেল পরীক্ষা ও ঘটনাটি অনুসন্ধান করে আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। মামলার আসামিরা হচ্ছে মেহেন্দিগঞ্জের ভাষানচর লঞ্চঘাট সংলগ্ন নদীতে নৌকায় বসবাস করা সাহাবুদ্দিন আহম্মেদ (২০) ও আলী সরদার (২৫)। মামলা সূত্রে জানা গেছে, বেঁদে পল্লীর ওই গৃহবধূ তার স্বামীকে নিয়ে নৌকায় বসবাস করে আসছিলো। মাছ ধরে ও ঝাড়ফুক কিংবা সাপের খেলা দেখিয়ে তাদের সংসার চলতো। দীর্ঘদিন থেকে ওই গৃহবধূকে কু-প্রস্তাব দিয়ে আসছিলো সাহাবুদ্দিন ও তার সহযোগী আলী সরদার। বিষয়টি গৃহবধূ তার স্বামীকে জানায়। অতিসম্প্রতি তার স্বামী বখাটে সাহাবুদ্দিন ও আলী সরদারকে সতর্ক করে দেয়ার পর আসামিরা ক্ষিপ্ত হয়। এরইমধ্যে গত ১৮ জানুয়ারি রাতে গৃহবধূকে নৌকায় একা পেয়ে আলী সরদারের সহযোগীতায় বখাটে সাহাবুদ্দিন ওই গৃহবধূকে ধর্ষণ করে পালিয়ে যায়। বিষয়টি স্থানীয় ভাবে সালিশ মীমাংসার কথা বলে ধামাপাচা দেয়ার চেষ্ঠা চালানো হয়। একপর্যায়ে উপায়অন্তুর না পেয়ে ধর্ষিতা গৃহবধূ বরিশাল আদালতে উপস্থিত হয়ে মামলাটি দায়ের করেন।