নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার ঐতিহ্যবাহী মাহিলাড়া এ.এন মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরিক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সোমবার অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহ আলম খান। মাহিলাড়া এ.এন মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সভাপতিত্বে সভায় বিশেষে অতিথি ছিলেন বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক ইসাহাক আলী সরদার, মাহিলাড়া ডিগ্রী কলেজের প্রফেসর আলমগীর হোসেন কবিরাজ, প্রধান শিক্ষক প্রনয় কান্তি প্রমুখ। একইদিন সকালে নাঠৈ রিজিয়া মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দ আব্দুল মজিদের সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা সংগঠক, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা কমান্ডার সৈয়দ মনিরুল ইসলাম বুলেট ছিন্টু। বক্তব্য রাখেন প্রধান শিক্ষক স্বপন কুমার মন্ডল।