বরিশাল সংবাদদাতা ॥ স্থানীয় সরকার মন্ত্রনালয়ের সচিব ও বরিশাল সিটি মেয়রসহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের হয়েছে। সিটি করপোরেশনের বিজলী বাতি শাখার ইলেক্ট্রিশিয়ান আব্দুল মালেক হাওলাদার বাদী হয়ে সোমবার ১ম যুগ্ন জেলা জজ আদালতে এই মামলা দায়েল করেন। মামলার অন্যান্য বিবাদীরা হলো সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, তত্ত্বাবধায়ক প্রকৌশলী, হিসেব রক্ষন কর্মকর্তা ও প্রশাসনিক কর্মকর্তা। আদালতের বিচারক আলমগীর কবির এ মামলার আদেশের জন্য গতকাল মঙ্গলবার দিনধার্য্য করেন।
বাদী পক্ষের আইনজীবী আজাদ রহমান জানান, বিজলী বাতি শাখার প্রধান একজন অসৎ ও দুর্নীতিবাজ কর্মকর্তা। বিভিন্ন সময় সে বাদীকে নানাভাবে হয়রানী করতো। তাকে কৌশলে অনুপস্থিত দেখিয়ে বিগত ১ বছরের বেতন আত্মসাত করেন বিজলী বাতি শাখার প্রকৌশলী ও পরিদর্শক। এছাড়া বিভাগীয় মামলার মাধ্যমে ৩টি টাইম স্কেল বাতিল করে দেয়া হয় বলে অভিযোগ করেন বাদী।