নিজস্ব সংবাদদাতা ॥ ইসলামী ব্যাংক বাংলাদেশ লিঃ বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দর শাখার উদ্যোগে বুধবার বিকেলে ব্যাংকের এম ক্যাশ এজেন্টেদের এক প্রশিক্ষন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
ব্যাংকের এভিপি ও টরকী বন্দর শাখা প্রধান মোঃ আলাউদ্দিন গাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ইভিপি ও বরিশাল জোনের প্রধান এ,কে,এম, হারুনুর রশিদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকাল প্রতিনিধি খোন্দকার মনিরুজ্জামান মনির। বক্তব্য রাখেন ব্যাংকের টরকী বন্দর শাখার সিনিয়র অফিসার আবু সাঈদ মোঃ নাহিদ, অফিসার তরিকুল ইসলাম ও তারিক হোসাইন প্রমুখ। কর্মশালায় মানব কল্যানে ইসলামী ব্যাংকের ভ’মিকা ও এম ক্যাশ সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা ও প্রশিক্ষনের পাশাপাশি প্রধান অতিথি এম ক্যাশ এজেন্টদের নিষ্ঠা ও সততার সাথে দায়িত্ব পালনের আহবান জানান। উল্লেখ্য, বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, মুলাদী, উজিরপুর ও মাদারীপুরের কালকিনি উপজেলার বিভিন্ন হাট বাজারের ২০ জন এজেন্টে এ কর্মশালায় অংশগ্রহন করেন।