বরিশাল সংবাদদাতা ॥ সারা দেশে জামায়াতের বিক্ষোভ কর্মসূচীর অংশ হিসেবে বরিশালে বিক্ষোভ সমাবেশের লিখিত অনুমতি মেলেনি প্রশাসনের পক্ষ থেকে। তবে বিক্ষোভ মিছিলের অনুমতি চেয়ে জামায়াত পুলিশ কমিশনার বরাবর আবেদন করলে লিখিত অনুমতি না দিয়ে শান্তিপুর্ন কর্মসূচী পালনে প্রশাসনের পক্ষ থেকে কোন বাধা নেই বলে জানানো হয়। মহানগর জামায়াতের আমির এ্যাড. মোয়াজ্জেম হোসাইন হেলাল বলেন, কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে আজ সোমবার বিকেল ৩ টায় বরিশালে বিক্ষোভ সমাবেশ পালনের জন্য অনুমতি চেয়ে বিএমপি পুলিশ কমিশনার বরাবর একটি আবেদন করা হয়। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত লিখিত ভাবে কোন অনুমতি মিলেনি বলে জানান তিনি। এ ব্যাপারে বরিশাল মেট্রো পলিটন পুলিশ কমিশনার বলেন, বিক্ষোভ কর্মসূচী পালনের জন্য জামায়াতের পক্ষ থেকে একটি আবেদন করা হয়েছে বলে তিনি শুনেছেন। জামায়াত যেহেতু নিষিদ্ধ দল নয় সেক্ষেত্রে গণতান্ত্রিক ভাবে শান্তিপুর্ন কর্মসূচী পালনে প্রশাসনের পক্ষ থেকে কোন বাধা নেই।