বরিশাল সংবাদদাতা ॥ বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার ৪নং উলানিয়া ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ভেঙ্গে অগঠণতান্ত্রিকভাবে আহবায়ক কমিটি করায় উত্তর জেলা বিএনপির সভাপতি অধ্যাপক মেজবাহ উদ্দিন ফরহাদ এমপিসহ ৫ জনকে শোকজ আদেশ দিয়েছে আদালত। রবিবার উলানিয়া ইউনিয়ন বিএনপির নির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আকবর আলী চৌধুরীর দায়েরকৃত মামলায় দ্বিতীয় যুগ্ম জেলা জজ মঞ্জুর হোসেন এ আদেশ দেন। শোকজ আদেশপ্রাপ্ত অপর বিবাদীরা হচ্ছে উলানিয়া ইউনিয়ন বিএনপি’র আহবায়ক ফয়সাল চৌধুরী, উপজেলা বিএনপি’র সভাপতি রফিকুল ইসলাম লাবু, সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন দ্বীপেন জমাদ্দার ও সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুক্তা। তাদের বিরুদ্ধে আদালতে আকবর আবেদনে বলেন, ২০০৯ সালের ২৫ অক্টোবর গণতান্ত্রিক প্রক্রিয়ায় ২ বছর মেয়াদী ইউনিয়ন বিএনপির কমিটি গঠিত হয়। বাদী আব্দুল হাই চৌধুরী ওরফে হিরা মিয়াকে সভাপতি ও আকবরকে সাধারণ সম্পাদক করে ১০৩ জন সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি হয়। দুই বছরের মেয়াদ শেষ হবার পূর্বেই ফরহাদ গঠণতান্ত্রিক প্রক্রিয়া অতিক্রম করে কমিটি ভেঙ্গে দেয়। কাউকে না জানিয়ে একক সিদ্ধান্তে হিরুকে আহবায়ক ও ফুফাত ভগ্নিপতি ফয়সালকে সদস্য সচিব ঘোষণা দেয় ফরহাদ। যা বিএনপির গঠনতন্ত্রের ৩নং ধারার পরিপন্থী। অনিয়মতান্ত্রিকভাবে গঠিত আহবায়ক কমিটির আহবায়ক হিরুর অকাল মৃত্যু হয়। নিয়ম অনুসারে ওয়ার্ড নির্বাহী কমিটির সদস্যদের অনুমতিক্রমে ভারপ্রাপ্ত আহবায়ক করে একজনকে দায়িত্ব দিয়ে পরে পূর্ণাঙ্গ কমিটি করার কথা ছিল। ফরহাদ গঠণতন্ত্রের দিকে লক্ষ্য না করে অন্য বিবাদীদের যোগাযোগে পুনরায় আহবায়ক কমিটি গঠন করে। কোন ধরনের কাউন্সিল না করে তৃনমূল কর্মী ও ওয়ার্ড কমিটির সদস্যদের না জানিয়ে তিনি আত্মীয় বলে ফয়সালকে কমিটির আহবায়ক ঘোষণা করেন। যা পত্রিকার মাধ্যমে সদস্যরা জানতে পারে। গঠিত আহবায়ক কমিটিতে যাদের যুগ্ম আহবায়ক করা হয় তারা বিএনপির সাথে সম্পৃক্ত ছিলনা। যারা ত্যাগী নেতা তাদেরসহ বাদীকে বাদ দিয়ে ইউনিয়নের আহবায়ক কমিটি করা হয়। গত ১৯ জানুয়ারী ওয়ার্ড কমিটির সদস্যরা ফরহাদের নিকট পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য লিখিত বক্তব্য দেয়। তাতেও তিনি কর্ণপাত করেনি। আকবর অগণতান্ত্রিক প্রক্রিয়ায় গঠিত কমিটি বাতিলের ডিক্রি চেয়ে মামলাটি দায়ের করেন। একই সাথে কমিটির কার্যক্রম বাতিলের আবেদন জানায়। আদালত শুনানী শেষে ফরহাদের গঠিত আহবায়ক কমিটির কর্মকান্ডে কেন অস্থায়ী নিষেধাজ্ঞা জারী করা হবে না আগামী ১৫ দিনের মধ্যে তার কারণ দর্শাতে বিবাদীদের আদেশ দেন বলে আদালত সূত্র জানায়।