নিজস্ব সংবাদদাতা ॥ চোরাই গাড়ি ফেরত দেয়ার কথা বলে এক প্রতারক গ্রামের সহজ সরল মানুষদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ইতোমধ্যে ওই প্রতারকের খপ্পরে পরে সর্বশান্ত হয়েছেন এলাকার অসংখ্য পরিবার। ঘটনাটি বরিশালের গৌরনদী উপজেলার বার্থী ইউনিয়নের কটকস্থল গ্রামের।
প্রতারনার শিকার পশ্চিম বাউরগাতি গ্রামের আব্দুস সালাম জানান, জীবন জীবিকার তাগিদে পাঁচ সদস্যর পরিবারে সে বাবার ভিটেমাটি বিক্রি করে একটি ইজি বাইক ক্রয়ে করে তা নিজেই চালিয়ে কোন একমতে পরিবার পরিজন নিয়ে দিনাতিপাত করে আসছিলেন। গত চারদিন পূর্বে এলাকার চিহ্নিত চোর উপজেলার কটকস্থল গ্রামের জাকির হোসেন ওরফে চোরা জাকির কৌশলে তার ইজিবাইকটি চুরি করে নিয়ে যায়। অনেক খোঁজাখুজির পরেও ইজিবাইকটি পাওয়া যায়নি। এরইমধ্যে কটকস্থল গ্রামের মকবুল তালুকদারের পুত্র প্রতারক জসিম তালুকদার তাকে (সালামকে) ডেকে জানিয়ে দেয়, তার ইজিবাইকটি জাকির চুরি করে নিয়েছে এবং সে এখন মাদারীপুরে আছে। ৪০ হাজার টাকা দিলে তার ইজিবাইকটি ফেরত দেয়া হবে। প্রতারক জসিমের কথা অনুযায়ী সালাম গ্রাম্যসুদে ও ধারদেনা করে জসিমকে ৪০ হাজার টাকা পরিশোধ করেন। জসিম টাকা নেয়ার পর সালামকে মাদারীপুর নিয়ে বিভিন্ন তালবাহানা শুরু করে।
স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, ইতিপূর্বে চোরা জাকির ওই এলাকার ৫টি ইজিবাইক চুরি করে নেয়ার পর প্রতারক জসিম তালুকদার মোটা অংকের অর্থের বিনিময়ে চুরি হওয়ার গাড়িগুলোকে ফেরত দিয়েছে। চোর ও প্রতারকের খপ্পরে পরে সর্বশান্ত হওয়ার ছালাম কান্নাজড়িত কন্ঠে বলেন, মুই এ্যাহন পোলাপান লইয়া কি কইরা বাঁচমু, চোরেরা মোর গাড়ীও নিল আবার নগদ ৪০ হাজার টাকাও নিছে। তিনি তার গাড়ী ও নগদ টাকা ফিরে পেতে প্রশাসনের কাছে জোড় দাবি জানিয়েছেন।