নিজস্ব সংবাদদাতা ॥ কসাই কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শুক্রবার সন্ধ্যায় গৌরনদী উপজেলার টরকীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
গৌরনদী উপজেলা যুবলীগের উদ্যোগে সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়। মানববন্ধন শেষে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। বাসষ্ট্যান্ড গোল চত্বরে যুবলীগ নেতা ফরহাদ মুন্সীর সভাপতিত্বে সমাবেশ প্রধান অতিথি ছিলেন গৌরনদী উপজেলা আওয়ামীলীগের সভাপতি এইচ.এম.জয়নাল আবেদ্দীন। বক্তব্য রাখেন আওয়ামীরীগ নেতা আবুল কালাম সিকদার, গৌরনদী উপজেলা ছাত্রলীগের প্রচার সম্পাদক স্বপন হাওলাদার প্রমুখ।