নিজস্ব সংবাদদাতা ॥ কসাই কাদের মোল্লাসহ সকল যুদ্ধাপরাধীদের ফাঁসির দাবিতে শনিবার সকালে বরিশালের গৌরনদীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ডে বিকেল তিনটায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড গৌরনদী উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে অংশগ্রহন করেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড, উপজেলা ঘাতক দালাল নির্মুল কমিটিসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা। ঘন্টাকালব্যাপী মানববন্ধন শেষে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত চত্বরে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের উপজেলা শাখার আহবায়ক সৈকত গুহ পিকলু।
+