Menu Close

গৌরনদীর তাঁরাকুপি স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা অনুষ্ঠিত

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী তাঁরাকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা রবিবার স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।
তাঁরাকুপি সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল রাজ্জাক সরদারের সভাপতিত্বে পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ গ্রামীণ সাংবাদিক সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব ও গৌরনদী প্রেসক্লাবের সাবেক সভাপতি ু মো. গিয়াস উদ্দিন মিয়া। বিশেষ অতিথি ছিলেন বার্থী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান প্যাদা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম, ইউপি সদস্য বজলুর রশিদ।  বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক সেলিম আহম্মেদ, শুভেচ্ছা কোচিং সেন্টারের পরিচালক তপন মজুমদার, শিক্ষক জেসমিন বেগম, অপু  রানী সরকার, তানজিন আফরোজ, মরিয়ম আফরোজ, সজিব মাঝি, রনি মিয়া, রিয়াদ হাওলাদার প্রমুখ। শেষে বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরন করেন।

Related Posts