Menu Close

বরিশালে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা আদায়

নিজস্ব সংবাদদাতা ॥ নোংরা পরিবেশে দধি, মিষ্টি প্রস্তুত করায় বরিশালের গৌরনদী বন্দরের শচীন ঘোষের দোকানসহ বার্থী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানার নগদ টাকা আদায় করা হয়েছে। জেলা পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা স্থানীয় থানা পুলিশের সহযোগীতায় গতকাল বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করে জরিমানার নগদ টাকা আদায় করেন।

গৌরনদী থানার এস.আই মোঃ ফোরকান আহম্মেদ জানান, নোংরা পরিবেশের মাধ্যমে দধি, মিষ্টি প্রস্তুত করায় গৌরনদী বন্দরের শচীন ঘোষের গৌর নিতাই মিষ্টান্ন ভান্ডার থেকে নগদ ১০ হাজার টাকা, গৌরনদী সমবায় বেকারী থেকে ১৫ হাজার, বার্থী বাজারের একটি বেকারী থেকে ৫ হাজার ও একটি সার-ঔষধের দোকান থেকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।

Related Posts