Menu Close

আত্মগোপন করেছে মাদ্রাসার শিক্ষকেরা – বরিশালে দূর্গা মন্দিরে অগ্নিসংযোগ

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালের গৌরনদী উপজেলার পিঙ্গলাকাঠী এলাকার বোরাদী গরঙ্গল সার্বজননী দূর্গা মন্দিরে শুক্রবার গভীর রাতে অগ্নিসংযোগ করেছে স্থানীয় জামায়াত-শিবিরের জঙ্গী ক্যাডাররা। এতে কমপক্ষে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনার পর থেকে ওই এলাকার সংখ্যালঘু সম্প্রদায়ের মাঝে চরম আতংক দেখা দিয়েছে। অপরদিকে গতকাল শনিবার সকাল থেকে ওই এলাকার একটি দাখিল মাদ্রাসার সকল শিক্ষকেরা এলাকা ছেড়ে আত্মগোপন করেছে। পুলিশ ও জেলা আ’লীগের নেতৃবৃন্দরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

মন্দির কমিটির সভাপতি নব কৃষ্ণ দত্ত জানান, শুক্রবার রাত আড়াই টার দিকে পেট্টোল ঢেলে মন্দিরে অগ্নিসংযোগ করা হয়। এসময় মন্দিরের পার্শ্ববতী ঘরের এক ছাত্রী আগুন দেখে ডাকচিৎকার শুরু করে। গৌরনদী ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় ঘন্টাকালব্যাপী আপ্রান চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। খবর পেয়ে ওই রাতেই গৌরনদী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন। গতকাল শনিবার সকালে জেলা আ’লীগের সভাপতি ও সাবেক চীফ হুইপ আবুল হাসানাত আব্দুল্লাহ, সাধারন সম্পাদক এ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস-এমপি, পৌর মেয়র মোঃ হারিছুর রহমান হারিছ সহ দলের নেতৃবৃন্দরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এদিকে শনিবার সকাল থেকে নিজকর্মস্থলে অনুপস্থিত হয়ে আত্মগোপন করেছেন পিঙ্গলাকাঠী এলাকার প্রভাবশালী জামায়াত নেতা ও গরঙ্গল দাখিল মাদ্রাসার আট জন শিক্ষক।

Related Posts