Menu Close

১৪ দিনব্যাপী মাশরুম প্রশিক্ষণের উদ্বোধণ

নিজস্ব সংবাদদাতা ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে বেকার যুবক-যুবতীদের স্বাবলম্ভী করার লক্ষ্যে বরিশালের গৌরনদীতে শুক্রবার সকালে ১৪ দিনব্যাপী মাশরুম চাষ প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে।

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে দক্ষিন চাঁদশী সরকারি প্রথমিক বিদ্যালয়ের ক্লাশ রুমে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন অফিসার খাঁন মোঃ মনিরুজ্জামান। বক্তব্য রাখেন অর্গানাইজেশন ফর সোশাল্ ডেভেলপমেন্ট (ও.এস.ডি)’র নির্বাহী পরিচালক প্রেমানন্দ ঘরামী, সমাজ কল্যাণ প্রচেষ্টার নির্বাহী পরিচালক মোঃ সাঈদ বীন ভুঁইয়া পান্নু, উপজেলা যুব উন্নয়ন ক্রেডিট সুপাভাইজার মোঃ শহিদুল ইসলাম সেরনিয়াবাত, উপজেলা যুবলীগ নেতা কাজী শফিকুর রহমান রতন প্রমূখ। প্রশিক্ষণে ওই  এলাকার ৪০জন বেকার যুবক-যুবতীরা অংশগ্রহণ করেন।

Related Posts