Menu Close

বরিশালে স্বাধীনতা দিবসে ব্যাপক কর্মসূচী পালিত

নিজস্ব সংবাদদাতা ॥ বরিশালে যথাযোগ্য মর্যাদায় ও নানা কর্মসূচীর মধ্যদিয়ে গতকাল মঙ্গলবার মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদ্যাপিত হয়েছে। দিবসের প্রথম প্রহরে শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন মুক্তিযোদ্ধা সংসদ, প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতা-কর্মীরা। সকালে ৩১ বার তোপধ্বনীর মধ্যদিয়ে সূচনা হয় দিবসের কর্মসূচী। এরপর সাড়ে ছয়টায় বদ্ধভূমি অভিমুখে পদযাত্রা শেষে শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। পরবর্তীতে শহীদ আব্দুর রব সেরনিয়াবাত স্টেডিয়ামে আনুষ্ঠানিক ভাবে পতাকা উত্তোলন করেন বিভাগীয় কমিশনার মোঃ নূরুল আমিন। এছাড়া দিবসটি উপলক্ষে জেলা উত্তর যুবদলের সভাপতি বদিউজ্জামান মিন্টুর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন গৌরনদী পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ নুর আলম হাওলাদার। মাহিলাড়া এ.এন মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত কর্মসূচীর উদ্বোধন করেন মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের উপজেলা শাখার আহবায়ক সৈকত গুহ পিকলু। এছাড়াও জেলার প্রতিটি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হয়েছে।

Related Posts