Menu Close

জি.আই. জো রিট্যালিয়েশন রিভিউ

বিনোদন ডেস্ক ॥ হলিউড পরিচালক জন এম চু-এর বহুল প্রতীক্ষিত ছবি ‘জি.আই. জো রিটেলিয়েশন’ ভারতে ২৭ মার্চ, বুধবার হোলি উৎসবের দিন আন্তর্জাতিকভাবে মুক্তি পাচ্ছে। এটি জি.আই. জো: রাইজ অব দ্য কোবরা’র পরবর্তী পর্ব যা বিশ্বব্যাপী ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের ব্যবসা করেছে। এই সিক্যুয়েলের তারকাগণ হলেন ব্রুস উইলিস, চ্যানিং ট্যাটাম এবং ডোয়াইন জনসন, দ্য রক নামে যিনি সমধিক পরিচিত। এ ছাড়াও রয়েছেন ডি.জে. কট্রোনা, বাং-হান লী, অ্যাড্রিয়ান প্যালিকি, রে পার্ক, জোনাথন প্রাইস এবং রে স্টিভেনসন এর মতন তারকা শিল্পীগণ।

এই সিক্যুয়েলে ‘জি.আই. জো’দের শুধু চিরশত্রু কোবরার বিরুদ্ধেই তাদের যুদ্ধ চালিয়ে যেতে হয় না, উপরন্তু সরকারের ভিতরে থাকা হুমকীগুলো যা তাদের অস্তিত্বকে বিপন্ন করে তুলছিলো- তাদের বিরুদ্ধেও সংগ্রামে অবতীর্ণ হতে হয়।

 

Related Posts