Menu Close

বরিশাল-ঢাকা রুটে বাসও লঞ্চ চলাচল বন্ধ

নিজস্ব সংবাদদাতা ॥ হেফাজতে ইসলামের লং মার্চ নিয়ে নিরাপত্তার কারন দেখিয়ে শুক্রবার সকাল থেকে বরিশাল-ঢাকা রুটের সকল ধরনের বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিকেরা। আকস্মিক ভাবে বাস চলাচল বন্ধ রাখায় দক্ষিণাঞ্চলের সাধারন যাত্রীরা পরেছেন চরম দূর্ভোগে। এছাড়া বিকেল চারটা থেকে বরিশালের অভ্যান্তরীন সব রুটে লোকাল বাস চলাচলও বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন বাস মালিক সমিতির নেতৃবৃন্দরা। একইভাবে বরিশাল-ঢাকা রুটের সকল লঞ্চ চলাচলও বন্ধ থাকবে বলে জানিয়েছেন, বরিশাল চেম্বার অব কমার্সের সভাপতি সাইদুর রহমান রিন্টু। নিরাপত্তার কারনে এসব লঞ্চ ও বাস চলাচল বন্ধ রাখা হয়েছে বলেও তিনি (রিন্টু) উল্লেখ করেন।

Related Posts