Menu Close

আগৈলঝাড়ায় সেবামূল্যে সেনেটারী ল্যাট্রিন বিতরণ

প্রবীর বিশ্বাস ননী, আগৈলঝাড়া ॥  বরিশালের আগৈলঝাড়ায় দুঃস্থ পরিবারের মাঝে সেবামূল্যে সেনেটারী ল্যট্রিন বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
উপজেলা বিআরডিবি এর আওতায় পিআরডিপি প্রজেক্টের আওতায় আজ বরিবার বুধার গ্রামের সমবায় সমিতির ৩০টি পরিবারের মধ্যে ৩০সেট সেনেটারী ল্যাট্রিন বিতরণ করেন উপজেলা পল্লী উন্নয়ন অফিসার প্রমথ লাল বাড়ৈ। এসময় উপস্থিত ছিলেন সমিতির সভাপতি অনিমেষ মন্ডল, ইউপি সদস্য রামকৃষ্ণ সুতার, সমাজ সেবক নির্মল বাড়ৈ, দুলাল বাড়ৈ প্রমূখ। প্রতিসেট ল্যাট্রিনের মূল্য ২৫০০ টাকা ধার্য থাকলেও সমিতির সদস্যদের কাছ থেকে নেয়া হয়েছে মাত্র ৫০০ টাকা।

 

Related Posts