কাওড়াকান্দি-মাওয়া রুটে পারের অপেক্ষায় কয়েকশ গাড়ি

কাওড়াকান্দি-মাওয়া রুটে পারাপার সঙ্কট আরো তীব্র হয়েছে। হাজরা চানেলটি বন্ধ হয়ে যাওয়ায় অনেকটা ঘুরে ফেরি পারাপার হতে হচ্ছে। এতে করে দুই পাড়ে কয়েকশ গাড়ি আটকা পড়েছে। জানা যায়, শুক্রবার ৩টি ফেরি ডুবোচরে আটকে গেলে যানবাহন পারাপারে জটিলতার সৃষ্টি হয়। বর্তমানে এ রুটের ১২টি ফেরি বাড়তি ৫ কিলোমিটার ঘুরে চলাচল করছে বিধায় পারাপারে দীর্ঘ সময় লাগছে। এর ফলে উভয় ঘাটে প্রায় ৩ শতাধিক যানবাহন আটকা পড়েছে। এতে যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। কাওড়াকান্দি ঘাট কর্মকর্তা শাহনেওয়াজ বলেন, শুক্রবার থেকে হাজরা চ্যানেলটি বন্ধ হয়ে যাওয়ায় এখন জাজিরা হয়ে মাওয়া-কাওড়াকান্দি রুটে ফেরি চলাচল করছে। ফলে আগে যেখানে ১ ঘণ্টার মধ্যে পারাপার করা যেত, সেখানে এখন একটি ফেরি পার হতে আগের চেয়ে ২ ঘণ্টা বেশি সময় লাগছে। তিনি বলেন, পারাপারে সময় বেশি লাগছে বলেই শুক্রবার থেকে উভয়ঘাটে যানজট লেগে আছে। শনিবার দুপুর পর্যন্ত কাওড়াকান্দি ঘাটে প্রায় ১শ মালবাহী ট্রাক ও বিভিন্ন রুটের কয়েকশ যাত্রীবাহী বাস, প্রাইভেটকারসহ অন্যান্য গাড়ি পারাপারের অপেক্ষায় রয়েছে। তিনি আরো বলেন, নৌ-পরিবহনমন্ত্রী বলেছেন, শিগগিরই হাজরা চ্যানেল খনন করে আগের মতো খুলে দেয়া হবে। বিআইডব্লিউটিসির কাওড়াকান্দি ঘাট ম্যানেজার আবু আলম হাওলাদার বলেন, উভয় ঘাটের মধ্যে ১০টি ফেরি চলাচল করছে। আমাদের ২টি ফেরি মেরামতের জন্য নারায়ণগঞ্জ ডকইয়ার্ডে রয়েছে। সেগুলো ফিরিয়ে আনা হলে যানজটের মাত্রা কমে যাবে। পাঁচ্চর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সার্জেন্ট আসাদুল ইসলাম বলেন, ফেরিঘাটে দুইদিন যাবৎ কিছুটা যানজটের সৃষ্টি হয়েছে। তবে আমাদের পুলিশ সেখানে রয়েছে যাতে করে কোনে ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।