Menu Close

কবিতা: কিশোর কিশোরী শোনো

-কাজী নিজাম উদ্দিন আহমেদ
কিশোর কিশোরী শোনো
কিশোরগঞ্জে জন্মেছিলেন
তিন রাষ্ট্রপতি
তোমরা তা কি জানো?
প্রথম রাষ্ট্রপতি, বলো
কি তার নাম,
অস্থায়ী রাষ্ট্রপতি
সৈয়দ নজরুল ইসলাম।
কিশোরগঞ্জের ছেলে রাষ্ট্রপতি
মোঃ জিল¬ুর রহমান,
আমৃত্যু রেখে গেছেন
দেশেরই সম্মান।
কিশোরগঞ্জের ছেলে
আব্দুল হামিদ স্পিকার,
অপ্রতিদ্বন্ধী রাষ্ট্রপতি
হলেন যে এবার!
হে আল¬া মোদের দিও
সুখ-শান্তির দিন,
মোনাজাত কবুল করো,
হে রাব্বুল আল আমিন।

Related Posts