Menu Close

বড় বোনের মৃত দেহ উদ্ধার : নিখোঁজ ছোট বোন পুতুল

স্টাফ রিপোর্টার ॥  সাভারের রানা প্লাজা ধ্বসে নিহত কলি আক্তারের মৃত দেহ উদ্ধার করা হলেও এখনো নিখোঁজ রয়েছে তার ছোট বোন পুতুল। কলির লাশ রবিবার রাতে নিজ বাড়িতে দাফন করা হলেও পুতুলের খোঁজে তার রিকসা চালক পিতা এখন ঘুরে বেড়াচ্ছেন সাভারে। তাদের বাড়ি বরিশালের ঝালকাঠীর নলছিটি উপজেলার প্রতাব গ্রামে।

জানা গেছে, ওই গ্রামের রিকসা চালক শহিদুল ইসলামের কন্যা রিমা আক্তার কলি ও পুতুল আক্তার ধ্বসে পড়া রানা প্লাজার দুটি গামেন্টেসে কর্মরত ছিলো। ভবন ধ্বসের পর থেকে তারা দু’বোনই নিখোঁজ ছিলো। এরইমধ্যে শনিবার ভোর চারটার দিকে উদ্ধারকর্মীরা ধ্বসে পরা ভবন থেকে রিমা আক্তার কলির লাশ উদ্ধার করে। রবিবার সকালে অধর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বড় মেয়ে কলির লাশ তার মা পান্নু বেগম গ্রহন করেন। তবে তাদের ছোট মেয়ে পুতুলের খোঁজ এখনো মেলেনি।

Related Posts