Menu Close

হত্যা মামলায় যাবজ্জীবন

স্টাফ রিপোর্টার ॥ বরিশালের একটি আদালত হত্যা মামলার এক আসামিকে যাবজ্জীবন কারাদন্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দু’বছরের কারাদন্ড দিয়েছে। রায় ঘোষণার সময় দন্ডপ্রাপ্ত আসামি আলাউদ্দিন বাহাদুর (৪৫) আদালতে উপস্থিত ছিলেন। ঘটনাটি ঘটেছে সোমবার শেষ বিকেলে।

আদালত সূত্রে জানা গেছে, পারিবারিক বিরোধের জেরধরে ২০১২ সনের ৭ জানুয়ারি বানারীপাড়া উপজেলার সাহেবেরহাট নামকস্থানে বসে কামরুল বাহাদুরের মাথায় কুড়াল দিয়ে আঘাত করে চাচাতো ভাই আলাউদ্দিন বাহাদুর। এতে কামরুল মারা যায়। ঘটনার পরপরই স্থানীয়রা আলাউদ্দিনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। ওইদিনই নিহতের ভাই রিপন বাহাদুর দন্ডপ্রাপ্ত আসামি আলাউদ্দিনকে একমাত্র আসামি করে বানারীপাড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। চলতি বছরের ২৩ ফেব্র“য়ারি আলাউদ্দিন বাহাদুরকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হয়। বরিশাল জন নিরাপত্তা বিঘœকারী অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আলী হায়দার ২১ জন স্বাক্ষীর মধ্যে ১৪ জনের স্বাক্ষ্য গ্রহণ করে অবশেষে আসামিকে যাবজ্জীবন কারাদন্ডের রাঘ ঘোষণা করেন। আলাউদ্দিন পিরোজপুরের নাজিরপুর উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের বাসিন্দা। গাছের ব্যবসার সুবাধে তিনি ও নিহত কামরুল বানারীপাড়ায় থাকতেন।

Related Posts