Menu Close

সাভার ট্র্যাজেডি : জুয়েলের দাফন সম্পন্ন ॥ শোকার্ত মানুষের ভীড়

এনায়েত হোসেন মুন্না ॥  সাভার ট্র্যাজেডির দশদিন পর শুক্রবার দুপুরে রানা প্লাজার ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হওয়া বরিশালের গৌরনদী উপজেলার ধানডোবা গ্রামের হতভাগ্য যুবক জুয়েলের লাশ শুক্রবার রাত এগারোটায় সড়ক পথে গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। এসময় জুয়েলের পরিবারসহ স্বজনদের আহাজারিতে ওই এলাকার আকাশ বাতাস ভাড়ি হয়ে ওঠে। শোকার্ত গ্রামবাসী ভীড় করে নিহত জুয়েলদের বাড়িতে। স্বজনদের আহাজারির শান্তনা দেয়ার ভাষা ছিলোনা কারো মুখেই। ওইদিন রাত বারোটার দিকে জুয়েলের লাশের জানাজা শেষে পারিবারিক গোরস্তানে দাফন করা হয়।

Related Posts