Menu Close

হেফাজতের আমীর শফি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি ॥  হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফিকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার বেলা তিনটার দিকে লালবাগে হেফাজতের ঢাকা মহানগর অফিসে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে জামিয়াতুল আরাবিয়া মাদ্রাসায় অবস্থিত হেফাজত অফিস ঘিরে ফেলে তল্লাশী শুরু করে পুলিশ।

লালবাগ বিভাগের উপ-কমিশনার (ডিসি) হারুন অর রশিদ অভিযানের নেতৃত্ব দেন।

সাংবাদিকদের তিনি বলেন, “রোববার পল্টন মোড় থেকে মতিঝিল পর্যন্ত ব্যাপক ধংসাত্মক কার্যকলাপের অধিকাংশ হোতা এখানে অবস্থান করছেন।”

তিনি বলেন, “হেফাজতের কেন্দ্রীয় আমীর শাহ আহমদ শফী এই মাদ্রাসায় অবস্থান করছেন নিশ্চিত হয়েই অভিযান চালাই।”
 

Related Posts