Menu Close

বিসিসি নির্বাচন ॥ মানববন্ধন ও স্মারকলিপি পেশ

স্টাফ রিপোর্টার ॥  বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি) নির্বাচনে সংরক্ষিত কাউন্সিলর পদে মনোনয়নপত্রের সাথে জামানত প্রদানের অর্থ বৃদ্ধি করার প্রতিবাদে আজ বুধবার সকালে মানববন্ধন, সমাবেশ ও স্থানীয় নির্বাচন অফিসারের কাছে স্মারকলিপি পেশ করা হয়েছে।

বরিশাল এনজিও ডেভেলপমেন্ট নেটওয়ার্ক এবং সুফিয়া কামাল ফেলো-বরিশালের আয়োজনে নগরীর অশ্বিনী কুমার টাউন হল সংলগ্ন সদর রোডে সকাল এগারোটা থেকে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন সময় অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন কাউন্সিলর প্রার্থী কোহিনুর বেগম, তাসলিমা কালাম পলি, মাহমুদ চৌধুরী, আলমতাজ বেগম প্রমুখ। বক্তারা সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন পত্রের সাথে জামানত অর্থ বৃদ্ধি করার তীব্র প্রতিবাদ করেন। শেষে জামানত অর্থ কমানোর দাবিতে স্মারকলিপি পেশ করা হয়।

Related Posts