Menu Close

মহাসেন আতংকে : বরিশালের সকল রুটের লঞ্চ চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার ॥  উপকূলবর্তী এলাকাগুলোর দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় মহাসেন। এর প্রভাবে আজ বুধবার বরিশালের সর্বত্র গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। মেঘে ঢাকা পুরো আকাশ। বিরাজ করছে ঘুমোট আবহাওয়া।

মহাসেন ক্রমশ শক্তিশালী হয়ে উপকূলের দিকে এগিয়ে আসায় বরিশালে ২ নম্বর নৌ-হুসিয়ারী সংকেত দেখানো হয়েছে। ফলে আজ বুধবার দুপুর দুইটার পর থেকে বরিশালের অভ্যন্তরীন ১৩টি রুটের প্রায় অর্ধশত লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়েছে।

একইভাবে বুধবার সন্ধ্যার পর বরিশাল-ঢাকা রুটে চলাচলকারী সকল লঞ্চ চলাচল বন্ধ রাখার জন্যও মালিক পক্ষকে নির্দেশ দেয়া হয়েছে। বিআইডব্লিউটিএর নিরাপত্তা ও ট্রাফিক ব্যাবস্থাপনা বিভাগ থেকে এ নির্দেশ দেয়া হয়। যেকোন দূর্ঘটনা এড়াতে এ পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

বরিশাল আবহাওয়া অফিসের সিনিয়র অবজারভার মফিজুল ইসলাম জানান, বরিশালসহ কয়েকটি জেলায় সাত নম্বর বিপদ সংকেত জারি করা হয়েছে। আর মংলা বন্দরে জারি করা হয়েছে পাঁচ নম্বর বিপদ সংকেত।

এদিকে, ঘূর্ণিঝড় মহাসেন মোকাবেলায় বরিশাল জেলা প্রশাসন সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে।

 

Related Posts