Menu Close

গোপন বৈঠকের সময় : জামায়াতের আমীরসহ ছয়জন গ্রেফতার

স্টাফ রিপোর্টার ॥  নাশকতা সৃষ্টির লক্ষ্যে গোপন বৈঠক করার সময় থানা পুলিশ অভিযান চালিয়ে বরিশালের বানারীপাড়া উপজেলা ও পৌর জামাতের আমীর, নায়েবে আমীরসহ শিবিরের ছয়জনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে আটটার দিকে উপজেলা জামায়াতের কার্যালয় থেকে তাদের গ্রেফতার করা হয়।

বানারীপাড়া থানার ওসি মোঃ গোলাম সরোয়ার জানান, এলাকায় নাশকতা সৃষ্টির লক্ষ্যে জামায়াত-শিবিরের স্থানীয় শীর্ষ নেতারা তাদের কার্যালয়ে গোপন বৈঠক করার সময় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের আমীর আবুল কাশেম জহির, পৌর আমীর মোঃ রফিক উদ্দিন, পৌর নায়েবে আমীর আব্দুল জলিল, শিবির নেতা মুজাহিদুল ইসলামসহ ছয় জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় একাধিক অভিযোগ রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

আজ বুধবার গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরন করা হয়েছে।

Related Posts