Menu Close

নির্মানের আগেই ভাঙ্গন : গৌরনদী-আশোকাঠী সড়ক হুমকির মুখে

 

নাসির উদ্দিন সৈকত ॥  বরিশালের গৌরনদী উপজেলা-আশোকাঠী হাসপাতাল পর্যন্ত নির্মানাধীন সড়কটি এখন ভাঙ্গনের সম্মুখীন। কয়েকদিন আগে প্রবল বর্ষনের কারণে আশোকাঠী মোল্লা ভবনের সম্মুখের প্রায় ১০০ফুট রাস্তার পাড় পালরদী খালে ভেঙে পড়েছে। ফলে ওই সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

সরেজমিনে দেখা গেছে, নির্মানাধীন ১ কিলোমিটার সড়কের গৌরনদী উপজেলা গেট থেকে মোল্লাবাড়ী পর্যন্ত প্রায় আধা কিলোমিটার এলাকা খুবই ঝুকিপূর্ন। খরস্রোতা পালরদী খালের পানির তীব্র তোড়ে বহুস্থানে ভাঙনের সৃষ্টি হয়েছে। সম্প্রতি উক্ত সড়কের পাকা করন কাজ শুরু হয়। এরমধ্যে শুরু হয়েছে ভাঙন। এলাকাবাসী জানান, জরুরী ভিত্তিতে খালের পাড়ে পাইলিং অথবা ব্লক বসানো না হলে এ জনগুরুত্বপূর্ন সড়কটি অচিরেই বিলীন হয়ে যাবে। যে কারণে জনগনের দুর্ভোগ আরো বাড়বে। তাই ভাঙন রক্ষার জন্য তারা উর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগীতা কামনা করেছেন।

Related Posts