Menu Close

এ বিজয় রাজনৈতিক : কামাল

স্টাফ রিপোর্টার ॥ বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে নিজের বিজয়কে ‘রাজনৈতিক’ বলে মন্তব্য করেছেন আহসান হাবিব কামাল। নির্বাচনে ১০০টি ভোটকেন্দ্রের মধ্যে সবকটির ফলাফল ঘোষণার পর তিনি ডেইলি বরিশাল ডটকম কে দেয়া এক সাক্ষাতকারে এ মন্তব্য করেছেন। কামাল প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থী মহাজোটের শওকত হোসেন হিরনের চেয়ে ১৭ হাজারেরও বেশি ভোটে জিতেছেন।

আহসান হাবিব কামাল বলেন, “এটা স্থানীয় নির্বাচন বটে। এ শহরে বিএনপির প্রভাব বেশি। তারপরেও দেশের সামগ্রিক পরিস্থিতি এ নির্বাচনের বাইরে নয়। আমি রাজনৈতিক কারণেই বিজয়ী হয়েছি।” তিনি জানান, মেয়র হয়ে প্রথমেই মাস্টারপ্ল্যান করে নগরীর পানি নিস্কাশন ব্যবস্থার প্রতি প্রথম নজর দেবেন। নগরপিতা হয়ে হিরনের কাছে কোন ধরনের সহযোগিতা চাইবেন কিনা জানতে চাইলে জেলা বিএনপির এ সভাপতি বলেন, “প্রশ্নই আসে না। তিনি কি ডাক্তার না ইঞ্জিনিয়ার যে তার কাছে সহযোগিতা চাইতে হবে।” ভোট সুষ্ঠু হলে আরো বেশি ভোটে বিজয়ী হতেন বলে মন্তব্য করেন কামাল।

Related Posts