Menu Close

মেঘনা নদী থেকে তিন জেলের লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার ॥  তিন দিনের ব্যবধানে মেঘনা নদীর বরিশালের হিজলা উপজেলার অংশ থেকে ভাসমান অবস্থায় তিন জেলের লাশ উদ্ধার করেছে পুলিশ। সবশেষ সোমবার সন্ধ্যায় মেঘনা নদীর বাউশিয়া এলাকা থেকে জেলে হানিফ চৌকিদারের (২৫) লাশ উদ্ধার করা হয়। এর আগে একইভাবে গত ১৫ জুন মেঘনা নদী থেকে জেলে হাসেম ফকির (৫০) ও ১৬ জুন ভেলু রাঢ়ীর (৪৮) লাশ উদ্ধার করা হয়।

হিজলা থানার ওসি শওকত আনোয়ার জানান, হানিফ চৌকিদার, হাসেম ফকির, ভেলু রাঢ়ী ও নুরুল সিকদার গত ১৪ জুন রাতে মেঘনা নদীতে নৌকায় মাছ শিকার করছিলো। রাত তিনটার দিকে বরিশালগামী একটি যাত্রীবাহী লঞ্চ তাদের নৌকার ওপর উঠিয়ে দেয়। এ ঘটনার পর জেলে নুরুল সিকদার সাতরিয়ে পারে আসতে সক্ষম হলেও অপর তিন জেলে নিখোঁজ হয়।

Related Posts