Menu Close

আগৈলঝাড়ার আলোচিত লিটন হত্যা মামলার রায় রবিবার

প্রবীর বিশ্বাস ননী, আগৈলঝাড়া ॥  বরিশালের আগৈলঝাড়ার আলোচিত লিটন হত্যা মামলার রায় আগামি রবিবার।

নিহতের পরিবার ও মামলার বাদি সূত্রে জানা গেছে, ২০১২ সনের সেপ্টেম্বর মাসে উপজেলার নগরবাড়ি গ্রামে একটি পেঁপে চারা লাগানোকে কেন্দ্র করে একই বাড়ির লোকজনের সাথে হামলা ও সংঘর্ষে নিহত হয় লিটন হাওলাদার। এ ঘটনায় নিহত লিটনের ভাই আনিচুর রহমান বাচ্চু বাদি হয়ে একই বাড়ির জাহানারা বেগম, মিঠু হাওলাদার, মিজান হাওলাদার, টুটুল হাওলাদার, শিপুল হাওলাদার ও আলাউদ্দিন হাওলাদারকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।

গত ১২ জুন আদালতে উভয় পক্ষের আইনজীবিদের যুক্তিতর্ক শেষে আগামী রবিবার মামলার রায় ঘোষনার দিন ধার্য করে আদালত।

মামলার আসামিদের মধ্যে টুটুল হাওলাদার দেশের বাহিরে ও বাকি আসামিরা জামিনে রয়েছেন।

Related Posts