গৌরনদীর চাঁদশী ইউনিয়নের পশ্চিম শাওড়া গ্রামে অক্সিজেন সিলিন্ডার বিস্ফোরণে হানিফ বেপারি নামে এক গাছ ব্যবসায়ীর বসতঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গেছে। এতে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে।
মঙ্গলবার সকালে ওই ব্যবসায়ীর ছেলে রিমন হাসান সরফরাজ জানান, সোমবার (২৪ মার্চ) ইফতারের আগ মুহূর্তে তারা পাশের বাড়িতে ইফতার দাওয়াতে গিয়েছিলেন, আর তার মা রানু বেগম (৫৫) বাড়িতে ছিলেন। এ সময় বারান্দায় রাখা অক্সিজেন সিলিন্ডারটি হঠাৎ বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুন ভয়াবহ রূপ নেয়, বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়, পাশাপাশি আশপাশের ঘর ও গাছপালাও ক্ষতিগ্রস্ত হয়। বিস্ফোরণে রানু বেগম আহত হন।
ক্ষতিগ্রস্ত পরিবারের দাবি, আগুনে নগদ টাকা ও মালামালসহ প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। বর্তমানে তারা চরম দুর্দশায় রয়েছেন, খাবারসহ নিত্যপ্রয়োজনীয় কোনো জিনিসপত্র অবশিষ্ট নেই।
গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক আবু আবদুল্লাহ খান জানিয়েছেন, ভুক্তভোগী পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে সহায়তা প্রদান করা হবে।