Menu Close

আগৈলঝাড়ায় কিশোর গ্যাংয়ের হামলায় চারজন আহত, দোকান লুট ও ভাঙচুর—দুইজন গ্রেফতার

Ee02a24f 7fd6 4332 ab90 4ed41923888c

বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর গ্রামে কিশোর গ্যাংয়ের সন্ত্রাসী হামলায় চারজন ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহতরা হলেন—মিঠু হাওলাদার (৩৮), হিরন হাওলাদার (২২), শওকত হাওলাদার (৩২) ও জুয়েল হাওলাদার (৩৪)। তারা সবাই একই পরিবারের সদস্য।

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে স্থানীয় রত্নপুর বাজারে ব্যবসায়ী লাল মিয়া হাওলাদারের দোকানে হামলা চালায় একটি কিশোর গ্যাং। স্থানীয় সূত্রে জানা যায়, রাকিব, সাকিব, সজিব, আওয়ামী লীগ নেতা নবাব সেরাজ এবং আরও ২০-২৫ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী দোকানটি ভাঙচুর করে। তারা নগদ ১ লাখ ৬৫ হাজার টাকা ও মূল্যবান মালামাল লুট করে নেয়।

হামলার খবর পেয়ে মিঠু, হিরন, শওকত ও জুয়েল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে সন্ত্রাসীরা তাদের ওপর হামলা চালায়। ধারালো রামদা ও চাপাতি দিয়ে কুপিয়ে চারজনকেই গুরুতর জখম করা হয়। হিরনের পেটে ছুরি ঢুকিয়ে হত্যাচেষ্টা চালানো হয় এবং তার মুখে আঘাত করে দাঁত উপড়ে ফেলা হয়।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা গুরুতর হওয়ায় তাদের বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে তারা হাসপাতালের সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।

ঘটনার পর অভিযান চালিয়ে পুলিশ কিশোর গ্যাংয়ের দুই সদস্য সাকিব ও সজিবকে চাইনিজ অস্ত্রসহ আটক করে। আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম জানান, ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

Related Posts