শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠা, শ্রমিক-মালিক সুসম্পর্ক রক্ষা এবং কলকারখানায় উৎপাদন ব্যবস্থা অব্যাহত রাখার অঙ্গীকারের মধ্য দিয়ে বরিশালের গৌরনদীতে পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস—মে দিবস।
বৃহস্পতিবার (১ মে) বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ও রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়ন, গৌরনদী উপজেলার উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
এ বছরের মে দিবসের প্রতিপাদ্য ছিল—“শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে”।
র্যালিটি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে গৌরনদী বাসস্ট্যান্ড জামে মসজিদের সামনে এসে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গৌরনদী উপজেলা শাখার সভাপতি মো. সেলিম সরদার।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র বিভাগীয় শুরা সদস্য এবং গৌরনদী-আগৈলঝাড়া আসন থেকে মনোনীত হাফেজ মাওলানা আলহাজ কামরুল ইসলাম খান।
এ ছাড়া সভায় বক্তব্য রাখেন গৌরনদী উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. আল-আমিন, পৌর জামায়াতের আমীর মাওলানা মো. হাফিজুর রহমান, সহকারী সেক্রেটারি মো. রুহুল আমিন সবুজ, বাইতুল মাল সম্পাদক মাওলানা ছিদ্দিকুর রহমান, পৌর বাইতুল মাল সম্পাদক মো. আনোয়ারুল হক নিরু, ৬ নম্বর ওয়ার্ড আমীর মো. আনোয়ারুল মোস্তফা টিপু, মীর মো. নাসীর উদ্দিন, আবদুল ওয়াহিদ মাসুম, বিএম বেলালসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং শ্রমজীবী মানুষের মর্যাদা রক্ষার বিষয়ে গুরুত্বারোপ করেন।