গৌরনদী উপজেলায় এসএসসি ১৯৯৫ ব্যাচের ঈদ-পুনর্মিলনী-২০২৫, মহামিলনমেলা ও র্যাফেল ড্র’র পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
গৌরনদী বাসস্ট্যান্ডে এসএসসি ও দাখিল ১৯৯৫ ব্যাচের মিলনমেলা ও ৩০তম পূর্তি উপলক্ষে গতকাল দিনব্যাপী এক জমকালো আয়োজন করা হয়। ৯৫ ব্যাচের বন্ধু মো. জহিরুল ইসলামের সঞ্চালনায় এবং মো. আলী আকবর, মশিউর রহমান পান্নু, রিয়াজ ভুইয়া, এনামুল হক রিপনের সার্বিক ব্যবস্থাপনায় এই মিলনমেলা অনুষ্ঠিত হয়।
৯৫ ব্যাচের বন্ধু হাবিবুর রহমানের আহ্বানে আয়োজিত এই অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ৯৫ ব্যাচের বন্ধু বিএম বেলাল। এছাড়া, গীতা পাঠ করেন শিল্পী মণ্ডল এবং বাইবেল পাঠ করেন বিন্যামিন হালদার।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক এমপি এম জহির উদ্দিন স্বপন, মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সমাজসেবক জহির সাজ্জাদ হান্নান, বদিউজ্জামান মিন্টু, মো. জাকির শরীফ, সাইদুল আলম সেন্টু এবং জাকির হোসেন রাজা।
সকাল ১০টায় অনুষ্ঠান শুরু হয়ে দুপুরে মধ্যাহ্নভোজের আয়োজন করা হয়। এরপর ঢাকা থেকে আগত ৯৫ ব্যাচের বন্ধু সংগীতশিল্পী সজল শাহা, আলভী সরকার, ফারজানা ঋতু এবং স্থানীয় শিল্পী শিবলুর রহমানের কণ্ঠে মনোজ্ঞ সংগীত পরিবেশিত হয়।
অনুষ্ঠানের শেষে র্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী একটি পরিবারকে কক্সবাজার ট্যুর এবং ১৫ জন বিজয়ীকে বিভিন্ন পুরস্কার বিতরণ করা হয়।