বি.এম. বেলাল: বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠি মাধ্যমিক বিদ্যালয় মাঠে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এই খেলায় গৌরনদী একাদশ ফরিদপুরের ভাঙ্গা একাদশের মুখোমুখি হয়।
উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী উপজেলা বিএনপির সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান আকবর, ৭নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. শহিদুল ইসলাম ঘরামী, পৌর বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য হুমায়ূন পাইক, বরিশাল জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও যুবদল নেতা এস.এম. মাসুদ রানা, যুবদল নেতা সান্টু ঘরামী, এবাদাত ঘরামী, এনামুল ফকির, এইচ.এম. শাকিল, কাসেমাবাদ কামিল মাদ্রাসা ছাত্রদলের সভাপতি আব্দুল রব, ছাত্রনেতা নয়ন সরদার, কলেজ ছাত্রদলের সহ-সভাপতি হাফিজুল ইসলাম, ৭নং ওয়ার্ড ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত ঘরামী এবং ছাত্রদল নেতা সাইফুল ইসলাম-প্রমুখ।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।